আলহাজ্ব টেক্সটাইলের পরিচালককে ৫০ লাখ টাকা জরিমানা

সময়: রবিবার, ডিসেম্বর ১৫, ২০১৯ ৬:৪২:৪১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের এক পরিচালককে ৫০ লাখ টাকা জরিমানা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সিকিউরিটিজ সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে কোম্পানির পরিচালক মো. শামসুল হককে এ জরিমানা করা হয়েছে।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২২ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা। বর্তমানে ২ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা রিজার্ভ রয়েছে। ২০১৮ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। এর প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৭ টাকায় লেনদেন হয়। গত এক বছরে ২৩ টাকা ২০ পয়সা থেকে ১২৩ টাকায় ওঠানামা করে এ শেয়ারদর।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩২৯ বার পড়া হয়েছে ।
Tagged