ইউসিবি’র ৪০০ কোটি টাকার বন্ড ইস্যু

সময়: বুধবার, অক্টোবর ১৬, ২০১৯ ৬:৪৩:৫২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালনা পর্ষদ ৪০০ কোটি টাকার পার্পেচ্যুয়াল বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ইউসিবি কোম্পানির মূলধন সহয়তার জন্য অতিরিক্ত টায়ার-১ বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী ব্যাসেল-৩ শর্ত পূরণ করতে এবং ব্যবসার প্রবৃদ্ধি বাড়াতে বন্ড ইস্যু করা হবে।
কোম্পানিটি বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন রয়েছে ১ হাজার ১৫৯ কোটি ৫৪ লাখ টাকা। আর কোম্পানির মোট শেয়ার রয়েছে ১১৫ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ৭১৯টি। ২০১৮ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৮৬ বার পড়া হয়েছে ।
Tagged