ইনডেক্স এগ্রোর শেয়ার দর ৫০ টাকা

সময়: সোমবার, নভেম্বর ৩০, ২০২০ ১১:১০:৫৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সাধারণ বিনিয়োগকারীদের জন্য কাট অফ প্রাইস থেকে প্রায় ২০ শতাংশ দর কমানোর সিদ্ধান্ত নিয়েছে বুক বিল্ডিং পদ্ধতিতে বিডিং সম্পন্ন করা ইনডেক্স এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। আজ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) ইনডেক্স এগ্রো কর্তৃপক্ষের অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সাধারণ বিনিয়োগকারীদের জন্য ইনডেক্স এগ্রোর শেয়ার দর ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে যা কাট অফ প্রাইস থেকে প্রায় ২০% কম। এর আগে ইনডেক্স এগ্রো ইন্ডাষ্ট্রিজের বিডিংয়ে কাট অফ প্রাইস ৬২ টাকা নির্ধারিত হয় যা ১০% বাট্টা হিসেবে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার পাওয়ার কথা। কিন্তু শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি ও সাধারণ বিনিয়োগকারীদের কথা চিন্তা করে কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশের স্থলে প্রায় ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ বিনিয়োগকারীরা এ কোম্পানির প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন শেয়ার প্রতি ৫০ টাকা করে করবেন।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৬৩২ বার পড়া হয়েছে ।
Tagged