ইস্টার্ন ইন্সুরেন্সের এজিএম সম্পন্ন

সময়: বুধবার, জুলাই ৩১, ২০১৯ ৬:১০:৫৮ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : গত ২০১৮ সালের পঞ্জিকা বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে পুুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানি ইস্টার্ন ইন্স্যুরেন্স। গতকাল মঙ্গলবার কোম্পানির ৩৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এটি অনুমোদন দেয়া হয়। রাজধানীর গুলশানস্থ স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এই এজিএম অনুষ্ঠিত হয়।
সরেজমিনে উপস্থিত থেকে দেখা যায়, নির্ধারিত সময় বেলা ১১টার পূর্ব থেকেই এজিএম সভা শুরু হয়। কোম্পানি চেয়ারম্যান মুজিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হারুন পাটোয়ারী ও পরিচালক মতিউর রহমানসহ কয়েকজন পরিচালক সভায় উপস্থিত ছিলেন। সভায় কোম্পানির কর্মকর্তা-কর্মচারীসহ ৬০/৭০ জনের মতো শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
সভায় পরিচালক মতিউর রহমান বলেন, ‘কোম্পানি শতকরা ২০ ভাগ ক্যাশ ডিভিডেন্ড দিয়ে নজির সৃষ্টি করেছে। এ কৃতিত্বের দাবিদার ম্যানেজম্যান্ট। কোম্পানির এমন সফলতার জন্য আমি গর্বিত।’

দৈনিক শেয়ারবাজার /এসএ/খান

Share
নিউজটি ৩০৫ বার পড়া হয়েছে ।
Tagged