একই তথ্যে একাধিক বিও হিসাব বন্ধের সময় ফের বাড়ল

সময়: মঙ্গলবার, নভেম্বর ৫, ২০১৯ ৭:৩৬:৫৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: একই জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার এবং ব্যাংক হিসাব ব্যবহার করে খোলা বিভিন্ন বিও হিসাব বন্ধের সময়সীমা দ্বিতীয় দফা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল মঙ্গলবার বিএসইসির ৭০৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসি’র নির্বাহী পরিচালক এবং মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, একই জাতীয় পরিচায়পত্র, মোবাইল নাম্বার এবং ব্যাংক হিসাব ব্যবহার করে খোলা বিভিন্ন বিও হিসাব বন্ধের জন্য গত ২০ জুন এক সার্কুলারের মাধ্যমে এ সমস্যা সমাধানের জন্য নির্দেশ দেয়া হয়েছিল। এ সার্কুলারের সময় ২১ জুলাই শেষ হয়েছে। এরপর ২৩ জুলাই কমিশনের ৬৯৪তম সভায় এ সময় প্রথম দফা বাড়িয়ে ২১ অক্টোবর পর্যন্ত করা হয়েছিল।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে এ সময়সীমা ২১ অক্টোরর ২০১৯ পর্যন্ত বাড়ানো হয়েছিল। গতকাল বিএসইসির সভায় দ্বিতীয় দফা বাড়িয়ে সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৮২ বার পড়া হয়েছে ।
Tagged