এপেক্স টেনারির লভ্যাংশ ঘোষণা

সময়: বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০১৯ ২:৪৯:৫৮ অপরাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের ‘এ’ ক্যাটাগরির এপেক্স টেনারির লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ১ টাকা ৪১ পয়সা (ফেয়ার ভ্যালুয়েশন সারপ্লাস ব্যতীত)। গত আর্থিক বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৫৩ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মুল্য (এনএভি) ৬৯ টাকা ২১ পয়সা, গত আর্থিক বছরের একই সময়ে এনএভি ছিল ৭২ টাকা ২৪ পয়সা। শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) লোকসান হয়েছে ১৬ টাকা ১২ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ অক্টোবর সোমবার সকাল ১০ টায় গুলশানে অবস্থিত বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে অনুষ্ঠানের অনুষ্ঠিত হবে। বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৩৩ বার পড়া হয়েছে ।
Tagged