করোনার উপসর্গে স্টক এক্সচেঞ্জ কর্মকর্তার মৃত্যু

সময়: মঙ্গলবার, জুন ২, ২০২০ ৬:৪৮:৫৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : স্টক এক্সচেঞ্জ কর্মকর্তা মোঃ করিম উল্লাহ নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার (২ জুন) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মহাব্যবস্থাপক গোলাম ফারুক অর্থসূচককে করিম উল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে করিম উল্লাহ আগে করোনার নমুনা পরীক্ষা করাতে দিয়েছিলেন কি-না সে সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।

মোঃ করিম উল্লাহ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রশাসন বিভাগের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, রোববার জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। গতকাল পর্যন্ত তার শারীরিক অবস্থা ছিল সম্পূর্ণ স্থিতিশীল। কিন্তু আজ সকালে হঠাৎ তার অবস্থার অবনতি ঘটে। তার ঘণ্টাখানেকের মধ্যে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছোট দুই মেয়ে রেখে গেছেন। তার বড় মেয়ে দশম শ্রেণীতে পড়ে।

করিম উল্লাহ করোনায় আক্রান্ত ছিলেন কি-না নিশ্চিত হতে হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৩৭ বার পড়া হয়েছে ।
Tagged