জিএসপি ফাইন্যান্সের এজিএমে ১০% লভ্যাংশ অনুমোদন

সময়: বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২০ ৭:২৭:৫৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্স কোম্পানি রিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে সাড়ে ১০% লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ এবং ৪.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
এজিএমে ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও বিভিন্ন এজেন্ডা সর্বসম্মতি ক্রমে অনুমোদিত হয়।
আলোচ্য হিসাব বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ৪০ পয়সা।
সর্বশেষ বছরে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ২৭ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৭৬ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৫৭ পয়সা। ২০১৯ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৪৯ পয়সা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩২১ বার পড়া হয়েছে ।
Tagged