জেনেক্স ইনফোসিসের জমি কেনার সিদ্ধান্ত

সময়: মঙ্গলবার, জুন ৩০, ২০২০ ৩:৩৮:৫৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটি ”জেনেক্স টেক পার্ক” নির্মার্ণ করার উদ্দেশ্যে জমি কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ১২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩৩ ডেসিমেল (২০ কাঠা বা ১ বিঘা) জমি কিনবে। ঢাকার খিলক্ষেতে এই জমি অবস্থিত।

জেনেক্স ইনফোসিস প্রয়োজনীয় উন্নয়ন কাজ সম্পন্ন করার পর জমিতে জেনেক্স টেক পার্ক নির্মার্ণ করবে। কোম্পানিটি ব্যবসায়িক কারযক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা হেড কোয়াটার/কর্পোরেট অফিস, অপারেশনস সেন্টার নিজস্ব জমিতে নির্মার্ণ করবে।

এর ফলে কোম্পানির প্রতি মাসে ভাড়া বাবদ প্রায় ৭০ লাখ টাকা সেভ হবে। এতে কোম্পানির মুনাফা বাড়বে বলে আশা করছে জেনেক্স ইনফোসিস।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪০৮ বার পড়া হয়েছে ।
Tagged