ডিএসইর মোবাইল অ্যাপে লেনদেনের সময় পরিবর্তন

সময়: রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২০ ১১:৫৭:০১ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মোবাইল অ্যাপে লেনদেনের সময় পরিবর্তন করেছে। শুধুমাত্র লেনদেনের দিনগুলোতে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোবাইবাইল অ্যাপে লেনদেন করতে পারবে বিনিয়োগকারীরা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ডিএসই বিজিডি-ই-জিওভি সিআরটি থেকে বর্তমান সাইবার সিকিউরিটি পরিস্থি এবং সতর্কতা বিবেচনা করে, শুধমাত্র ট্রেডিংয়ের দিন সকাল ৮টা থেকে রাত ৮টা পরযন্ত টিডাব্লিওএস এবং ডিএসই মোবাইল অ্যাপের অ্যাক্সেসের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সামগ্রিকভাবে বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি উন্নতি হওয়ার পর ডিএসইর ট্রেডিং সিস্টেম স্বাভাবিক করা হবে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৭৬ বার পড়া হয়েছে ।
Tagged