দুই বিদ্যুৎ কোম্পানি অধিগ্রহণ করবে ইউনাইটেড পাওয়ার

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২০ ৮:৪৯:৫০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) ইউনাইটেড গ্রুপের মালিকানাধীন দুটি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি অধিগ্রহন করবে। কোম্পানি দুটি হচ্ছে- ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেড ও ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেড।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অধিগ্রহণ সংক্রান্ত এই সিদ্ধান্ত হয়েছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত জানিয়েছে, ইউপিজিডিসিএল ৩শ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনাইটেড আনোয়ারা এবং ১১৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনাইটেড জামালপুর লিমিটেডের ৯৯% করে মালিকানা অধিগ্রহণ করবে। গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিগুলোর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্যের (এনএভিপিএস) ভিত্তিতে এই অধিগ্রহণ সম্পন্ন হবে। আর এটি কার্যকর হবে ১ জুলাই, ২০২০তারিখ থেকে।

এই অধিগ্রহণের মধ্য দিয়ে ইউনাইটেড পাওয়ারের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আরও ৪১৫ মেগাওয়াট বাড়লো।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৭৪ বার পড়া হয়েছে ।
Tagged