দুর্বল কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ

সময়: সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২০ ১২:২৬:৫৪ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের অধিকাংশ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। তারা জানুয়ারি মাসে আলোচ্য খাতের কোম্পানিগুলোতে বিনিয়োগ বাড়িয়েছে। এ সময় তারা দুর্বল মৌলভিত্তির শেয়ার বেশি ক্রয় করেছে, এসব শেয়ারে বেশি আগ্রহী হবার কারণে তারা বিনিয়োগ বাড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফার্স্ট ফাইন্যান্স গত সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে ব্যর্থ হয়ে ‘জেড’ ক্যাটাগরিতে স্থান করে নিয়েছে। আগের বছর কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে ছিল। ধীরে ধীরে কোম্পানি দুর্বল মৌলভিত্তিতে পরিণত হয়েছে। আর এমন একটি কোম্পানিতে গত জানুয়ারিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ বাড়িয়েছে। আলোচ্য
সময়ে কোম্পানিতে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে তারা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) হালনাগাদ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের ২০ দশমিক ৫৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ রয়েছে। সর্বশেষ তৃতীয় প্রকাশিত তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৩ পয়সা। নয় মাসে (২০১৯ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত) কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২৯ পয়সা। এফএএস (ফাস) ফাইন্যান্স লিমিটেড ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে। সর্বশেষ প্রকাশিত ২০১৯ সালের জুলাই থেকে সেপ্টেম্বর তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে মাত্র এক পয়সা। নয় মাসে (২০১৯ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত) কোম্পানির
সমন্বিত ইপিএস হয়েছে ১৫ পয়সা। শুধু ফার্স্ট ফাইন্যান্স বা এফএএস ফাইন্যান্সেই নয় , জানুয়ারিতে যেসব কোম্পানিতে
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ বাড়িয়েছে তাদের মধ্যে বেশ কয়েকটি দুর্বল মৌলভিত্তির কোম্পানি রয়েছে। ৯ টি প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে। বাজারে ২৩ টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান তালিকাভুক্ত। এর মধ্যে জানুয়ারি মাসে ১২ টিতে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ বৃদ্ধি করেছে। এছাড়া ৯ টিতে তাদের বিনিয়োগ কমেছে এবং বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে ২ টি প্রতিষ্ঠানে। জানুয়ারিতে অন্য যেসব কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে – বিআইএফসি, ডেল্টা ব্রাক হাউজিং, জিএইচপি ফাইন্যান্স, আইসিবি, আইডিএলসি ফাইন্যান্স, ইসলামিক
ফাইন্যান্স,মাইডাস ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ফনিক্স ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স। সংশ্লিস্টরা বলছেন, দেশের আর্থিক খাতে নাজুক পরিস্থিতির প্রভাব শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোতেও পড়েছে। তালিকাভুক্ত একটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন প্রক্রিয়ার খবরে পুরো তালিকাভুক্ত আর্থিক খাত ঝিমিয়ে পড়েছে। পাশাপাশি বাজারের টানা দরপতনে অনেক কোম্পানির শেয়ার দর তলানিতে নেমে গেছে। আর এ সুযোগে অনেকে বিনিয়োগ করেছে। কিন্তু দুর্বল মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিতে বিনিয়োগ সব সময় ঝুঁকিপূর্ণ। অতীতে এমন কোম্পানিতে বিনিয়োগ করে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি ক্ষতিগ্রস্থ হয় তাহলে বাজারে তার প্রভাব পড়ে বেশি। তাই সতর্কতার সঙ্গে বিনিয়োগ করা উচিত বলে মনে করছেন তারা। এতে বাজার স্থিতিশীলতায় সহায়ক হবে। তারা আরও বলছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দুর্বল মৌলভিত্তি সম্পন্ন শেয়ারে বিনিয়োগ করতে আগ্রহী বলে তারা ‘জেড’ এবং ‘বি’ ক্যাটাগরির শেয়ারে বেশি বিনিয়োগ করেছে।
এদিকে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যেসব কোম্পানির শেয়ারে বিনিয়োগ কমিয়েছে সেগুলো হচ্ছে- বে লিজিং, বিডি ফাইন্যান্স, ফারইষ্ট ফাইন্যান্স, আইপিডিসি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, ইউনাইটেড ফাইন্যান্স। এছাড়া দু’ কোম্পানিতে তাদের বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩১৩ বার পড়া হয়েছে ।
Tagged