ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি

পিপলস লিজিংয়ের উদ্যোক্তাকে জরিমানা, বিও হিসাব জব্দ

সময়: বুধবার, অক্টোবর ২, ২০১৯ ১০:০৩:০৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : অবসায়ন হতে যাওয়া পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের উদ্যোক্তা ড. মনোয়ার হোসেনকে পূর্ব ঘোষণা ছাড়া শেয়ার বিক্রির অভিযোগে এক লাখ টাকা জারিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে তার বেনিফিশেয়ারি অ্যাকাউন্ট (বিও হিসাব নং- ১২০২৮৮০০১৮৪৮৫৩৮৪) জব্দ (ফ্রিজ) করাসহ বিক্রিত শেয়ারগুলোর কর পরিশোধের নির্দেশ দিয়েছে কমিশন।
গতকাল মঙ্গলবার বিএসইসি’র ৬৯৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সংস্থাটির দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএসইসি’র সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অব মার্কেট ইস্যুয়ার অ্যান্ড কোম্পানিজ (এসআরএমআইসি) বিভাগের পর্যবেক্ষণে দেখা যায় যে, ড. মনোয়ার হোসেন পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ১ লাখ ৫৮ হাজার ৫৩২টি শেয়ার পূর্ব ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করেছেন। যার ফলে কমিশনের ২০১০ সালের ১৪ জুলাই জারি করার নোটিফিকেশন লঙ্ঘন হয়েছে। এ লঙ্ঘনের কারণে কমিশন ড. মনোয়ার হোসেনকে এক লাখ টাকা জারিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এছাড়া ড. মনোয়ার হোসেন কর্তৃক ই-সিকিউরিটিজ লিমিটেডে পরিচালিত বিও হিসাব নং- ১২০২৮৮০০১৮৪৮৫৩৮৪) জব্দ (ফ্রিজ) করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ঘোষণা ছাড়া বিক্রিত শেয়ারগুলোর কর পরিশোধের নির্দেশ প্রদানেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৮০ বার পড়া হয়েছে ।
Tagged