বন্ড মার্কেট শক্তিশালী করতে উৎসে কর সমন্বয় করার প্রস্থাব

সময়: বৃহস্পতিবার, জুন ১১, ২০২০ ৪:৪৩:৩৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বন্ড মার্কেটকে আরও শক্তিশালী করতে উৎসে কর সমন্বয় করার প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট ডিজিটাল মাধ্যমে পেশ করার সময় এ প্রস্তাব করা হয়।

প্রস্তাবনায় বলা হয়, দীর্ঘমেয়াদি অর্থায়নে একটি শক্তিশালী বন্ড মার্কেট বিকাশের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। এর আলোকে বন্ড লেনদেন মূল্যের উপর উৎসে কর কর্তনের পরিবর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক লেনদেনে নির্ধারিত কমিশনের উপর উৎসে কর কর্তনের প্রস্তাব করছি।

এছাড়া বন্ডের সুদ ও বাট্টার উপর উৎসে কর কর্তনের বিধান বাতিল করে সুদ ও বাট্টা পরিশোধকালে উৎসে কর কর্তনের প্রস্তাব করছি। এতে শেয়ারবাজারে বন্ডের লেনদেন বৃদ্ধি পাবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৮৩ বার পড়া হয়েছে ।
Tagged