বিক্রেতা সঙ্কটে হল্টেড ৫ প্রতিষ্ঠান

সময়: সোমবার, আগস্ট ২৬, ২০১৯ ১:৫১:৩৭ অপরাহ্ণ


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ৫ প্রতিষ্ঠান। এগুলো হলো: ইউনাইটেড এয়ারওয়েজ, গ্লোবাল ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, কেয়া কসমেটিকস ও এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ইউনাইটেড এয়ারওয়েজের শেয়ারদর ৯ শতাংশ বা ০.২০ টাকা কমে সর্বশেষ ২ টাকায় লেনদেন হয়। বোরবার এ কোম্পানি শেয়ারের কোন বিক্রেতা না থাকায় হল্টেড হয়েছিল। কিন্তু গতকাল এ কোম্পানির ক্ষেত্রে চিত্র ছিল আলাদা। গতকাল ক্রেতার অভাবে এ হল্টেড হয়েছে এ শেয়ার।
গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ারদর ৯ দশমিক ৭৩ শতাংশ বা ৩ টাকা ২০ পয়সা কমে সর্বশেষ ২৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়।
এছাড়া এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের ইউনিট দর ৯ দশমিক ৩১ শতাংশ বা ২ টাকা কমে সর্বশেষ ১৮ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়।
ঢাকা ডাইংয়ের শেয়ারদর ৯ দশমিক ৭৬ শতাংশ বা ৪০ পয়সা কমে সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।
কেয়া কসমেটিকসের শেয়ারদর ৮ দশমিক ১৬ শতাংশ বা ৪০ পয়সা কমে সর্বশেষ ৪ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৪০ বার পড়া হয়েছে ।
Tagged