বিদায়ী বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৩২.০১ শতাংশ

সময়: বুধবার, ডিসেম্বর ৩০, ২০২০ ৭:৪৯:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী বছরে (২০২০) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ১ লাখ ৮ হাজার কোটি টাকা বেড়ে ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। ডিএসইর বাজার মূলধন ২০১৯ সালের অর্থাৎ আগের বছরের তুলনায় ১ লাখ ৮ হাজার কোটি টাকা বা ৩২ দশমিক ০১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৪৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ২০২০ সালে বাজার মূলধন সর্বোচ্চ ৪ লাখ ৪৮ হাজার কোটি টাকায় উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ২ লাখ ৮৭ হাজার কোটি টাকা।

আলোচ্য সময়ে ডিএসইর মূল্য সূচক ‘ডিএসইএক্স’ আগের বছরের চেয়ে ৯৪৯ পয়েন্ট বা ২১ শতাংশ বেড়ে ৫ হাজার ৪০২ পয়েন্টে দাঁড়িয়েছে। ২০১৩ সালের ২৮ জানুয়ারি ৪ হাজার ৯০ পয়েন্ট নিয়ে এ সূচকের যাত্রা শুরু হয়।

অন্যদুই সূচকের মধ্যে ডিএসই ৩০ সূচক (ডিএস৩০) ৪৫০ পয়েন্ট বা ২৯.৭৮ শতাংশ বেড়ে ১ হাজার ৯৬৩ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ্ সূচক ২৪২ পয়েন্ট বা ২৪ শতাংশ বেড়ে ১ হাজার ২৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদায়ী বছরে বিনিয়োগকারীদের লেনদেন হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৯৮১ কোটি ২২ লাখ টাকা। যা আগের বছরের চেয়ে ২১ হাজার ১৫৯ কোটি ৩৩ লাখ টাকা বা ১৮ দশমিক ৫৯ শতাংশ বেশি।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪০১ বার পড়া হয়েছে ।
Tagged