মিরাকল ইন্ডাস্ট্রিজের দর বাড়ার কারণ নেই

সময়: রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২০ ৩:২৭:০৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভ্ক্তু বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজের অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মিরাকল ইন্ডাস্ট্রিজের কাছে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বিশ্লেষণে দেখা গেছে, গত কয়েক কার্যদিবসের যাবৎ বাড়ছে এ কোম্পানির শেয়ার দর। গত ২৩ আগস্ট এ শেয়ারের দর ছিলো ১৮.৯০ টাকা। আর ২ সেপ্টেম্বর এ শেয়ারের লেনদেন হয়েছে ৩১.১০ টাকায়। এ সময়ে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ১২.৩০ টাকা বা ৬৪.৫৫ শতাংশ। যা অস্বাভাবিক মনে করছে ডিএসই।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩২২ বার পড়া হয়েছে ।
Tagged