যমুনা অয়েলের লভ্যাংশ ঘোষণা

সময়: বুধবার, নভেম্বর ১৩, ২০১৯ ৮:১২:২৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি যমুনা অয়েল ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ১৯ টপয়সা। শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৯২ টাকা ১ পয়সা (নেগেটিভ) এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬৭ টাকা ৬১ পয়সা।

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১লা ফেব্রুয়ারি ২০২০ সকাল ১১টায় চট্টগ্রামের নেভী কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ ডিসেম্বর।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৫৭৩ বার পড়া হয়েছে ।
Tagged