রদ বদল হলো বিএসইসির ১১ উপ-পরিচালকের পদ

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২০ ১১:৩৯:৩২ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : রদ বদল করা হয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১১ জন উপ পরিচালকের পদ। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়। বিএসইসির সহকারী পরিচালক জালাল উদ্দিনের স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করা হয়েছে।

সূত্র মতে, ফখরুল ইসলাম মজুমদারকে কর্পোরেট ফাইন্যান্স থেকে ক্যাপিটাল ইস্যু বিভাগে পদায়ন করা হয়েছে। ইউসুফ ভুইয়াকে ফিন্যান্সিয়াল লিটারেসি থেকে এনফোর্সমেন্ট বিভাগে দেওয়া হয়েছে। কাওসার আলীকে ক্যাপিটাল ইস্যু বিভাগ থেকে এসআরআই বিভাগে দেওয়া হয়েছে।

এছাড়া মোহাম্মদ দেলোয়ার হোসেনকে ক্যাপিটাল ইস্যু থেকে কর্পোরেট ফাইন্যান্স বিভাগে পদায়ন করা হয়েছে। হাফিজ মোহাম্মদ হারুনুর রশিদকে এনফোর্সমেন্ট থেকে ফিন্যান্সিয়াল লিটারেসি ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে এসআরএমআইসি বিভাগে দেওয়া হয়েছে।

এদিকে মোহাম্মদ গোলাম কিবরিয়াকে এসআরআই থেকে ক্যাপিটাল ইস্যু বিভাগে দেওয়া হয়েছে। মো. ইকবাল হোসেনকে ক্যাপিটাল ইস্যু থেকে কর্পোরেট ফাইন্যান্স বিভাগে স্থান্তর করা হয়েছে। এবং মো. সাইফুল ইসলামকে রেজিস্ট্রেশন বিভাগ থেকে এসআরএমআইসিতে পদায়ন করা হয়েছে। একই সাথে অতিরিক্ত দায়িত্ব হিসেবে রয়েছে এনফোর্সমেন্ট বিভাগ।

অপরদিকে মো. ফারুক হোসেনকে ক্যাপিটাল ইস্যু থেকে রেজিস্ট্রেশন বিভাগে দেওয়া হয়েছে। একই সাথে উম্মে সালমাকে রেজিস্ট্রেশন বিভাগ থেকে এসআরএমআইসি বিভাগ ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রেশন বিভাগও সামলাবেন তিনি। মোল্লা মো. মিরাজ-উস-সুন্নাহকে কর্পোরেট ফাইন্যান্স থেকে ক্যাপিটাল ইস্যু বিভাগে পদায়ন করা হয়েছ। একই সাথে অতিরিক্ত দায়িত্ব হিসেবে অর্থ বিভাগও দেখা শুনা করবেন।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩০৪ বার পড়া হয়েছে ।
Tagged