সিকিউরিটিজ আইন লংঘন

রিলাইয়্যান্স ব্রোকারেজকে সতর্কপত্র ইস্যুর সিদ্ধান্ত বিএসইসির

সময়: বুধবার, জুন ১০, ২০২০ ৮:৫০:৩৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দুই গ্রাহকের নেট ক্যাপিটাল ব্যালেন্স অধিক ঋণ প্রদানের মাধ্যমে সিকিউরিটিজ আইন লংঘন করায় রিলাইয়্যান্স ব্রোকারেজ সার্ভিসেস লিমিটেডকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সতর্কপত্র ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বুধবার বিএসইসির ৭২৮ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সূত্র মতে, দুইজন গ্রাহকের হিসাবে তাদের তিন মাসের নেট ক্যাপিটাল ব্যালেন্সের গড় এর ২৫ শতাংশের অধিক ঋণ প্রদানের মাধ্যমে রিলাইয়্যান্স ব্রোকারের সার্ভিসেস রুল ৫(র) অব মার্জিন রুলস ১৯৯৯ ভঙ্গ হয়েছে। এ জন্য কমিশন প্রতিষ্ঠানটিকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪০২ বার পড়া হয়েছে ।
Tagged