শাহজালাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ বণ্টন

সময়: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২০ ২:৩৪:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বণ্টন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি লভ্যাংশের বোনাস শেয়ার গত ১৯ আগস্ট সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে। আর নগদ লভ্যাংশ ইএফটিএনের মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

এছাড়া কোম্পানিটির নগদ লভ্যাংশ পরিচালক, উদ্যোক্তা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং মার্জিন শেয়ারহোল্ডারদের মধ্যে ৩০ সেপ্টেম্বরের পরে বণ্টন করা হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের নির্দেশনা অনুযায়ী লভ্যাংশ বণ্টন করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৫৪ বার পড়া হয়েছে ।
Tagged