সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহজুড়ে মূলধন বাড়লেও কমেছে লেনদেন

সময়: শনিবার, জুন ১৩, ২০২০ ১:৩৭:১৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে শেয়ারবাজারে বাজার মূলধন বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে বেড়েছে সূচক। গত সপ্তাহে লেনদেন বেড়েছে ৬৭৮ কোটি টাকার। গত সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৪টির। আর ২৮৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ১০ হাজার ৬৪৪ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩ লাখ ৯ হাজার ৯৬৬ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬৭৮ কোটি টাকা।

এদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪ পয়েন্ট। আগের সপ্তাহে এ সূচকটি কমে ৫৫ পয়েন্ট। বাকি দুটি সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক বেড়েছে ৪ পয়েন্ট। আগের সপ্তাহে এ সূচকটি কমে ৫ পয়েন্ট। আর ডিএসই-৩০ বেড়েছে ১০ পয়েন্ট। আগের সপ্তাহে এ সূচকটি কমে ৯ পয়েন্ট।

সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেন। দৈনিক গড় লেনদেনের পরিমাণ এক’শ কোটি টাকার নিচে নেমে এসেছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭০ কোটি ৮৫ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ১৩৮ কোটি ৩৮ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৬৭ কোটি ৫৩ লাখ টাকা বা ৪৮ দশমিক ৮০ শতাংশ।

আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৫৪ কোটি ২৮ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ৬৯১ কোটি ৯০ লাখ টাকা। সে হিসেবে মোট লেনদেন কমেছে ৩৩৭ কোটি ৬২ লাখ টাকা বা ৪৮ দশমিক ৮০ শতাংশ।

গত সপ্তাহের মোট লেনদেনের মধ্যে ‘এ’ গ্রুপের প্রতিষ্ঠানের অবদান দাঁড়িয়েছে ৯০ দশমিক ৪৩ শতাংশ। এছাড়া ডিএসইর মোট লেনদেনে ‘বি’ গ্রুপের অবদান ৮ দশমিক ৬১ শতাংশ। ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠানের অবদান দশমিক ৮৯ শতাংশ এবং ‘এন’ গ্রুপের অবদান দশমিক শূন্য ৮ শতাংশ।

সপ্তাহে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে:- সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস, দ্য একমি ল্যাবরেটরিজ,রেকিট বেনকিজার, পাওয়ার গ্রিড কোম্পানি, রিপাবলিক ইন্স্যুরেন্স, ইন্দো-বাংলা, ন্যাশনাল টি কোম্পানি ও আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড।

সপ্তাহে টপটেন লুজার বা দর কমার শীর্ষে রয়েছে:- দুলামিয়া কটন, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, শাহিনপুকুর সিরামিক, অ্যারামিট সিমেন্ট, মেঘনা সিমেন্ট, ড্যাফোডিল কম্পিউটার, এনসিসি ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩১৫ বার পড়া হয়েছে ।
Tagged