সাপ্তাহিক গেইনারের ‘বি’ ক্যাটাগরির ৩ কোম্পানি

সময়: শনিবার, নভেম্বর ১৬, ২০১৯ ৫:৫৬:৫৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে গেইনারের শীর্ষে উঠে এসেছে ‘বি’ ক্যাটাগরির ৩ কোম্পানি। এগুলো হলো অগ্রণী ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড এবং গ্লোবাল ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তালিকাল চতুর্থ স্থানে থাকা ‘বি’ ক্যাটাগরির অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ১৩.৫৯ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪ কোটি ২৯ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এ কোম্পানির ১৭ কোটি ১৬ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার পঞ্চম স্থানে রয়েছে ‘বি’ ক্যাটাগরির ন্যাশনাল ফিড। এ কোম্পানির শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১ কোটি ২৬ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৫ কোটি ৪ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার।
তালিকার সপ্তম স্থানে থাকা গ্লোবাল ইন্স্যুরেন্সের দর বেড়েছে ১০ দশমিক ৯১ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১৮ কোটি ৭৯ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১৭.২৬ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্টের ১৪.৮৬ শতাংশ, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের দর বেড়েছে ১৪.৬৬ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১২.২৮ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১০.৬৮ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১০.৩০ শতাংশ ও ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১০ শতাংশ দর বেড়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ২৭৪ বার পড়া হয়েছে ।
Tagged