সাপ্তাহিক লুজারের শীর্ষে শ্যামপুর সুগার মিলস

সময়: শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২০ ১২:৪৩:৫৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৮.৯৩ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ২২ লাখ ২৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৪ লাখ ৪৫ হাজার টাকা। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৭ দশমিক ৫৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪২ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৫৫ লাখ ৫৯ হাজার টাকা।

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়রটির সর্বোচ্চ দর কমেছে ১৪.০৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২১ কোটি ৮৮ লাখ ৬৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৩৭ লাখ ৭৩ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- দুলামিয়া কটন স্পিনিং মিলস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, ফু-ওয়াং ফুড, আজিজ পাইপস, এডিএন টেলিকম ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩২৯ বার পড়া হয়েছে ।
Tagged