সিটি ব্যাংকের লেনদেন ৮ নভেম্বর থেকে বন্ধ

সময়: বুধবার, নভেম্বর ৬, ২০১৯ ৮:৩১:২৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক  : পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান দি সিটি ব্যাংকের কারিগরি উন্নয়নের কারণে স্টক এক্সচেঞ্জে লেনদেন ৮ নভেম্বর থেকে বন্ধ থাকবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিএসইসি জানায় সিটি ব্যাংকের কারিগরি উন্নয়নজনিত কারণে স্টক এক্সচেঞ্জে লেনদেন ১১ নভেম্বরসহ কয়েকদিন ব্যাংকের সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এমতাবস্থায়, ডিএসইর আবেদনের প্রেক্ষিতে নিম্নোক্ত বিষয়ে কমিশন সম্মতি জ্ঞাপন করেছে- অন্যান্য সিকিউরিটিজ আইন পরিপালন সাপেক্ষে আগামী ১১ নভেম্বর তারিখের সংশ্লিষ্ট ক্লিয়ারিং এবং সেটেলম্যান্ট কার্যক্রম পরবর্তী লেনদেন তারিখে সংগঠিত হবে। যে সকল সিকিউরিটিজ বর্তমানে কর্পোরেট ঘোষণা কার্যকরের জন্য অথবা অন্য কোনো কারণে স্পট মার্কেটে লেনদেন করছে এবং আগামী ৭ নভেম্বর ও ১১ নভেম্বর লেনদেন করবে। সে সব সিকিউরিটিজ উক্ত দুই দিন লেনদেন বন্ধ থাকবে এবং ঘোষিত রেকর্ড ডেট পরবর্তী সংশ্লিষ্ট লেনদেন তারিখে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩২৪ বার পড়া হয়েছে ।
Tagged