২ কোম্পানির ডিভিডেন্ড জমা

সময়: বুধবার, ডিসেম্বর ১৮, ২০১৯ ৮:১৬:১৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদেক  : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োকারীদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছে। কোম্পানিগুলো হলো- ডোরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড এবং ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে স্টক ডিভিডেন্ড আজ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বেনিফিসিয়ারি ওনার্স অ্যাকাউন্টে (বিও অ্যাকাউন্ট) জমা করা হয়েছে।
এর আগে ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডোরিন পাওয়ার ১৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ও ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
একই সময়ে ফারইস্ট নিটিং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ও ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
এছাড়া আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট শরীয়া ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইউনিট বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠানো হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৫৯ বার পড়া হয়েছে ।
Tagged