৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: সোমবার, আগস্ট ৩১, ২০২০ ৫:০৭:৪৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কোম্পানিগুলো হলো-  রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী আঁশ লিমিটেড এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২০২০) ৫২ লাখ টাকার প্রিমিয়াম আয় বেড়েছে। আগের বছর একই সময় বেড়েছিল ৫৬ লাখ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭৬ কোটি ৯৬ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৪৫০ কোটি ৯৬ লাখ টাকা।

অন্যদিকে, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২০২০) ৭ কোটি ৬ লাখ টাকার প্রিমিয়াম আয় বেড়েছে। আগের বছর একই সময় বেড়েছিল ১ কোটি ৪২ লাখ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮৪ কোটি ২ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৪৫২ কোটি ৩৯ লাখ টাকা।
এদিকে ৬ মাসে কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ১ কোটি ৪২ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৭ কোটি ২৯ লাখ টাকা।

সোনালী আঁশ লিমিটেড : ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৩ পয়সা। আগের বছর একই সময় ছিল ৪১ পয়সা।
তিন প্রান্তিক (জুলাই’১৯-মার্চ’২০) মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময় ছিল ৮১ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৪ টাকা ৩৩ পয়সা। আগের বছর একই সময় ছিল মাইনাস ৭ টাকা ২১ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২৭ টাকা ২৭ পয়সা।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড : কোম্পানিটি ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪ পয়সা। আগের বছর একই সময় ছিল ৬৫ পয়সা।
তিন প্রান্তিক (জুলাই’১৯-মার্চ’২০) মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০৮ পয়সা। আগের বছর একই সময় ছিল ১ টাকা ৯০ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৩৬ পয়সা। আগের বছর একই সময় ছিল ১০ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ২৮ পয়সা।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪১২ বার পড়া হয়েছে ।
Tagged