নিজস্ব প্রতিবেদক : অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০০ কোটি টাকা করা হবে। অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়টি বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। আগামী ১৯ ডিসেম্বর সকাল ৯.৩০ মিনিটে ঢাকার বারিধারায় অবস্থিত ডিওএইচএস কনভেনশন সেন্টারে ইজিএম অনুষ্ঠিত হবে।
এদিকে আজ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৫ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ১৯ টাকা ২০ পয়সা থেকে ৬৬ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯৩ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৩১ লাখ ৮৬ হাজার ২৮০টি। ২০১৮ সালে কোম্পানিটি ৬ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী