আইপিও অর্থ ব্যবহার অসম্পূর্ণ, একমি পেস্টিসাইডস সময় বাড়াতে চায় আরও ১৮ মাস

সময়: বুধবার, জুন ২৫, ২০২৫ ১:০৭:৫৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কৃষি ও রাসায়নিক খাতের কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) থেকে উত্তোলিত তহবিলের পুরোপুরি ব্যবহার শেষ করতে আরও ১৮ মাস সময় বৃদ্ধির আবেদন করেছে। এর আগেও প্রতিষ্ঠানটি চলতি বছরের জুন পর্যন্ত সময় বাড়িয়েছিল, কিন্তু সেই মেয়াদেও নির্ধারিত অর্থ ব্যবহারের কাজ শেষ করতে পারেনি।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, অধিকাংশ অর্থ প্রাসঙ্গিক খাতে ব্যয় করা হলেও ঋণ পরিশোধ সংক্রান্ত একটি আইনি জটিলতার কারণে সম্পূর্ণ ব্যবহার সম্ভব হয়নি।

একমি পেস্টিসাইডসের কোম্পানি সচিব সবুজ কুমার ঘোষ বলেন, “আইপিও থেকে পাওয়া অর্থের বড় একটি অংশ ইতোমধ্যে ব্যবহার করা হয়েছে। কিন্তু ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের সঙ্গে সুদের হার নিয়ে বিরোধের কারণে নির্ধারিত ৫ কোটি ৫০ লাখ টাকা এখনও পরিশোধ করা সম্ভব হয়নি। এই বিষয়ে বর্তমানে হাইকোর্টে মামলা চলছে।”

আইপিও থেকে তোলা ৩০ কোটি টাকা ব্যবহার করার সময়সীমা ছিল ২৪ মাস, যা শুরু হয় ২০২১ সালের নভেম্বর থেকে। সময় বাড়ানোর জন্য এখন কোম্পানিটি ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে আবেদন করেছে। তবে এই সময় বৃদ্ধির জন্য শেয়ারহোল্ডার এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন প্রয়োজন।

এই প্রস্তাব অনুমোদনের লক্ষ্যে আগামী ৩০ জুলাই কোম্পানিটি একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজন করবে, যার রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ জুলাই।

প্রসপেক্টাস অনুযায়ী আইপিও অর্থ ব্যবহারের উদ্দেশ্য ছিল—

ফ্যাক্টরি ভবন নির্মাণে: ১০ কোটি ১৫ লাখ টাকা

নতুন প্ল্যান্ট ও যন্ত্রপাতি কিনতে: ১০ কোটি ৫০ লাখ টাকা

বৈদ্যুতিক স্থাপন খাতে: ২ কোটি টাকা

ঋণ পরিশোধে: ৫ কোটি ৫০ লাখ টাকা

কিন্তু ঋণদাতা ন্যাশনাল ফাইন্যান্স প্রাথমিক চুক্তির চেয়ে বেশি সুদ দাবি করায় এ অর্থ এখনও পরিশোধ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে একমি পেস্টিসাইডস কর্তৃপক্ষ।

Share
নিউজটি ৪৬ বার পড়া হয়েছে ।
Tagged