নিজস্ব প্রতিবেদক : আগামী ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রভিশন রাখার সময় বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (১৪অক্টোবর) বিএসইসির ৭৪৪তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর)বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ( আইসিবি ) পুঁজিবাজারে বিনিয়োগ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কমিশন কর্তৃক আইসিবি’র আবেদন বিবেচনার পরিপ্রেক্ষিতে তাদের নিজস্ব পোর্টফোলিওতে ধারণকৃত শেয়ারের পুনঃমূল্যায়ন জনিত অনাদায়ী ক্ষতির বিপরীতে রক্ষিতব্য প্রভিশন সংরক্ষণের ঐচ্ছিক সুবিধা কেবলমাত্র ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় প্রদানের বিষয়টি কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে ।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান