নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রায়াত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) জন্য স্বল্প সুদে ৫ হাজার কোটি টাকা ঋণ প্রদানের বিষয়েটি প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিষ্ঠানটির ওই ঋণের গ্যারান্টার হওয়ার বিষয় আরও পর্যালোচনা করতে চায় সরকার।
গত বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে আইসিবি ছাড়াও বাংলাদেশ ব্যাংক এবং শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ৪ শতাংশ সুদে দীর্ঘমেয়াদি ৫ হাজার কোটি টাকার ঋণ চায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
বাংলাদেশ ব্যাংক বলছে, সরকার যদি ওই ঋণের গ্যারান্টার হয়, তাহলে আইসিবিকে ঋণ দিতে রাজি আছে বাংলাদেশ ব্যাংক।
আইসিবিকে ঋণ দেওয়ার বিষয়টি পর্যালোচনার জন্যই ওই বৈঠকের আয়োজন করা হয়। তবে আইসিবিকে ঋণ দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করা হয়। তবে সরকার বিষয়টি আরও কিছু পর্যালোচনা করতে চায়।
বৈঠক শেষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিলে ১৮ মাসে তা পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে।
তিনি বলেন, সার্বিকভাবে আইসিবির নির্ধারিত এই সময়ের মধ্যে ঋণ পরিশোধের সক্ষমতা রয়েছে কিনা, বিষয়টি পর্যালোচনার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।