ডেস্ক রিপোর্ট : ব্যাপক দরপতনের কবলে ইউরোপ ও আমেরিকার শেয়ারবাজার। প্রায় প্রতিটি স্টক এক্সচেঞ্জেই শেয়ারের দরপতনের কারণে তলানীতে অবস্থান করছে। তবে এশিয়ার বেশিরভাগ শেয়ারবাজারেই সূচকের উত্থান হয়েছে। নিম্নে বিশ্ব শেয়ারবাজারের বর্তমান চিত্র তুলে ধরা হলো-
যুক্তরাষ্ট্র : সপ্তাহের শেষ কার্যদিবসে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক ২.৩৭ শতাংশ বা ৬২৩.৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৫৬২৮.৯০ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৯৯ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ২.৫৯ শতাংশ বা ৭৫.৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৮৪৭.১১ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ১.৪৪ শতাংশ কমেছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ৩ শতাংশ বা ২৩৯.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৭৫১.৭৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ১.৮৩ শতাংশ কমেছে। এছাড়া নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের কম্পোজিট ইনডেক্সে সূচক আগের দিনের চেয়ে ২.১৪ শতাংশ বা ২৭২.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৪১৬.৪৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে নিউইয়র্ক কম্পোজিট সূচক ১.৩০ শতাংশ বেড়েছে।
ইউরোপ
সপ্তাহের শেষ কার্যদিবসে যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত ০.৪৭ শতাংশ বা ৩৩.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭০৯৪.৯৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ০.৩১ শতাংশ কমেছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ১.১৫ শতাংশ বা ১৩৫.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৬১১.৫১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৪২ শতাংশ বেড়েছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৪ শতাংশ বা ৬১.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩২৬.৮৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৪৯ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৬৫ শতাংশ বা ৩৪৩.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০৪৭৩.৮৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৭৪ শতাংশ বেড়েছে।
এশিয়া
গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫-এর সূচক আগের দিনের চেয়ে ০.৪০ শতাংশ বা ৮২.৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০৭১০.৯১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৪৩ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ০.৫০ শতাংশ বা ১৩০.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৬১৭৯.৩৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৭৩ শতাংশ বেড়েছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.৪৯ শতাংশ বা ১৩.৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৮৯৭.৪৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৬১ শতাংশ বেড়েছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৩ শতাংশ বা ২২৮.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৬৭০১.১৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৭৪ শতাংশ কমেছে। এছাড়া সিঙ্গাপুর এসটিআই সূচক আগের দিনের চেয়ে ০.৫৬ শতাংশ বা ১৭.৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩১১০.৩৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.১৫ শতাংশ কমেছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান