নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আফতাব অটোসের ১৫ লাখ ১২ হাজার ৫৭৫টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে কোম্পানিটির ৩ পরিচালক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আফতাব অটোসের পরিচালক সাজেদুল ইসলাম ৪ লাখ ৭৮ হাজার ৬৬৩টি শেয়ার কিনবে। কোম্পানির আরেক পরিচালক সাইফুল ইসলাম ৫ লাখ ৫৫ হাজার ২৪৯টি শেয়ার কিনবে। এছাড়া খালেদা পারভীন নামের অন্য পরিচালক ৪ লাখ ৭৮ হাজার ৬৬৩টি শেয়ার কিনবে।
এই পরিচালকেরা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান