আবারও চালু হচ্ছে প্রি-ওপেনিং সেশন

সময়: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২২, ২০২২ ৯:০৭:৩৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার আগে আবারও প্রি-ওপেনিং সেশন চালু করবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে, প্রি-ওপেনিং সেশন রাখা হয়েছে ৫ মিনিট। যা আগামি রোববার (২৫ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। অর্থাৎ রোববার সকাল ৯ টাকা ২৫ মিনিটে প্রি-ওপেনি শেসন চালু হবে।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিএসইসির সহকারি পরিচালক মো. মোসাব্বির আল আশিক সাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, আগামী রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯ টাকা ২৫ থেকে ৯টা ৩০ মিনিট লেনদেন শুরুর আগেই শেয়ার কেনা-বেচার অর্ডার দিতে পারবেন বিনিয়োগকারীরা। কিন্তু লেনদেন যথারীতি শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে। চলবে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত। পোস্ট ক্লোজিং সেশন যথারীতি ১০ মিনিট থাকবে। বেলা ২ টায় লেনদেন শেষ হবে।

উল্লেখ্য, কারসাজি ঠেকাতে চলতি বছরের ১৯ মে প্রি-ওপেনিং সেশন বাতিল করে বিএসইসি। তখন প্রি-ওপেনিং সেশন ছিল ১৫ মিনিট।

Share
নিউজটি ৪৮১ বার পড়া হয়েছে ।
Tagged