আরডি ফুডের ৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সময়: রবিবার, নভেম্বর ১, ২০২০ ১০:৫৫:৩৭ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আরডি ফুড লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ এবং বাকি ২ শতাংশ নগদসহ ৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। শনিবার (৩১অক্টোবর) পরিচালনা পর্ষদ ২০১১৯-২০অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর‌্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩১ পয়সা।

আর চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৫০ পয়সা।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জানুয়ারি হব।ে এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ৯ ডিসেম্বর রে কর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৮৯ বার পড়া হয়েছে ।
Tagged