পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যেখানে কোম্পানিটির আয় গত বছরের তুলনায় বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে আজ এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ২০১৯ আর্থিক বছরের ৬ মাসের (জানুয়ারী-জুন) অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯৫ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে আয় হয়েছিল ৪২ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় ৫৩ পয়সা বেড়েছে। এদিকে কোম্পানিটির ২০১৯ আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে আয় হয়েছিল ৫ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় ৩৬ পয়সা বেড়েছে। ২০১৯ আর্থিক বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৪২ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ৬ পয়সা।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী