ইউনাইটেড পায়রা পাওয়ার প্ল্যান্টের শেয়ার অধিগ্রহণ করবে কেপিসিএল

সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০১৯ ৭:০৪:২১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ইউনাইটেড পায়রা পাওয়ার প্ল্যান্টের ৩৫ শতাংশ সাধারণ শেয়ার অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর শেয়ার অধিগ্রহণের কাজ সম্পন্ন করা হবে। ইউনাইটেড পায়রা পাওয়ার প্ল্যান্ট গত ২১ আগস্ট বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, পায়রা পাওয়ার প্ল্যান্ট পটুয়াখালীতে ১৫০ মেগাওয়াট এইচএফও পাওয়ার প্ল্যান্ট বিল্ড ওন অপারেট ভিত্তিতে ১৫ বছরের জন্য বাণিজ্যিক কাজ করবে। পাওয়ার প্ল্যান্টটির বাণিজ্যিক অপারেশনের তারিখ ২০২০ সালের ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
আজ খুলনা পাওয়ারের প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৪৩ টাকায়। এর অনুমোদিত মূলধন ৭০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৫৭৩ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টাকা। ২০১৮ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৯৮ বার পড়া হয়েছে ।
Tagged