২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

ইন্ট্রাকোর বোর্ড সভা আগামীকাল

সময়: রবিবার, নভেম্বর ১৭, ২০১৯ ৬:১০:৩৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফোয়েলিং স্টেশনের বোর্ড সভা আগামীকাল অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সুত্রে এ তথ্য জানা গেছে।
জান যায় এদিন বিকাল ৪.৩০ মিনিটে এ কোম্পানির বোর্ড সভা অনুষ্টিত হবে। এর আগে গত বৃহস্পতিবার কোম্পানিটির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছিল।
সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০১৯ আর্থিক বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, ২০১৮ আর্থিক বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছিল ১৩ পয়সা। ২০১৭ আর্থিক বছরের একই সময় ছিল ২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৮ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৯৭ পয়সা। ২০১৭ সালে ছিল ১৩ টাকা ৯১ পয়সা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৯১ বার পড়া হয়েছে ।
Tagged