ইসলামিক ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষনা

সময়: বুধবার, জুন ১০, ২০২০ ১২:০৪:৩৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স লিমিটেড । কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে এককভাবে ইসলামিক ফাইন্যান্সের শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৭৪ পয়সা।

আলোচিত বছরে এককভাবে কোম্পানিটি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৩ টাকা ৮৪ পয়সা। আগের বছর এনওসিএফপিএস ছিল ৪ টাকা ২৬ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৪৬ পয়সা। আগের বছর একই সময় এনএভি ছিল ১৪ টাকা ০২ পয়সা।

আগামী ২১ জুলাই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ জুলাই।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৩০ বার পড়া হয়েছে ।
Tagged