ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু করবে মার্কেন্টাইল ব্যাংক

সময়: বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০১৯ ৬:২৫:৫৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের চাহিদা অনুযায়ী শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু করার সিদ্ধান্ত নিয়েছে মার্কেন্টাইল ব্যাংক। ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক অনুমতি পেয়েছে ব্যাংকটি। শিগগিরই এ উইন্ডো চালু করতে চায় তারা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সুত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, খুব শীঘ্রই বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করে এ বিষয়ে বিনিয়োগকারীদের সম্মতি নেওয়া হবে। এরপর যেসব শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডো চালুর পরিকল্পনা আছে, সেগুলোর তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে চূড়ান্ত অনুমোদন চাওয়া হবে।
এদিকে আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১২ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ১২ টাকা ৩০ পয়সা থেকে ২০ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।
২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানির পরিশোধিত মূলধন ১ হাজার ২০০ কোটি টাকা। বর্তমানে রির্জার্ভের পরিমাণ ৯২৪ কোটি ৫৬ লাখ ৪০ হাজার টাকা। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ৩.৪৫ পয়েন্ট। হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ৩.৪৬ পয়েন্ট।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৭২২ বার পড়া হয়েছে ।
Tagged