নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মাওলাকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২২ জুন) রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবি দক্ষিণ বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ জুন) মনিরুল মাওলাকে আদালতে হাজির করা হবে।
দুদকের তদন্ত অনুযায়ী, ইসলামী ব্যাংক থেকে ভুয়া কোম্পানির নামে হাজার হাজার কোটি টাকার ঋণ বিতরণ এবং তহবিল আত্মসাতের ঘটনায় মনিরুল মাওলা সরাসরি ও পরোক্ষভাবে জড়িত ছিলেন।
এই ঘটনায় চলমান তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, মহাজোট সরকারের শাসনামলে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ জোরপূর্বক পরিবর্তন করে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়। এরপর ব্যাংকের নিয়ন্ত্রিত ব্যবস্থাপনার অধীনে বিপুল অঙ্কের ঋণ বিতরণ করা হয়, যার একটি বড় অংশ এখন খেলাপি।
২০২৩ সালের ৫ আগস্ট মহাজোট সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের বেশিরভাগ পরিচালক ও ডিএমডি আত্মগোপনে চলে যান। তবে মনিরুল মাওলা তখনও এমডির দায়িত্বে বহাল ছিলেন। পরে কর্মকর্তাদের দাবির মুখে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।
আর্থিক অনিয়ম ও জালিয়াতির অভিযোগের ভিত্তিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ মনিরুল মাওলাকে অপসারণের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ব্যাংক ২১ মে, ২০২৫ তারিখে ওই সিদ্ধান্তে অনাপত্তি জানায় এবং ২০ জুন থেকে তা কার্যকর হয়।
বর্তমানে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭১৬ কোটি টাকা, যা ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের ৪২.২২ শতাংশ।
এই বিপুল খেলাপির কারণে ব্যাংকটির প্রভিশন ঘাটতি পৌঁছেছে ৬৯ হাজার ৮১৬ কোটি টাকায়। এ ঘাটতি পূরণে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের কাছে ২০ বছর মেয়াদি সময়সীমা চেয়ে আবেদন করেছে।