ইস্টার্ন শেয়ার এন্ড সিকিউরিটিজকে সতর্কবার্তা

সময়: বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২০ ১১:৩০:২০ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য ইস্টার্ন শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডকে আর্থিক হিসাব বিবরণীর ঘাটতি থাকার বিষয়ে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (২৬ আগস্ট) কমিশনের ৭৩৭ তম কমিশন সভায় এ নির্দেশ দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বিএসইসি সূত্র মতে, কমিশনের এস,আর,আই বিভাগের প্রতিবেদন অনুযায়ী ইস্টার্ন শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডের ৩০ শে জুন, ২০১৭ সালের আর্থিক হিসাব বিবরণীর সমন্বিত গ্রাহক হিসাবে ৪,২৭,০৩,৮৭০ (চার কোটি সাতাশ লক্ষ তিন হাজার আটশত সত্তর) টাকা ঘাটতি থাকার কারণে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর রুল ৮এ(১) এবং (২) এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর বিধি ১১ ভঙ্গ করেছে।
কোম্পানি পরবর্তীতে সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি সমন্বয় করায় কমিশন ইস্টার্ন শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডকে সতর্ক করার সিদ্ধান্ত গ্রহণ করে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৯৫ বার পড়া হয়েছে ।
Tagged