নিজস্ব প্রতিবেদক : এডিএন ডিজিনেট লিমিটেডে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এডিএন ডিজিনেট ২০ হাজার শেয়ার ইস্যু করবে। প্রতি শেয়ারের মূল্য ১০০ টাকা। শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ২০ লাখ টাকা সংগ্রহ করবে।
প্রস্তাবিত কোম্পানিটির পরিশোধিত মূলধন প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা ধরা হয়েছে। এডিএন ডিজিনেটের ব্যবসা হবে আইটি সেবা প্রদান করা।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান