নিজস্ব প্রতিবেদক : এনআরবি ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মামুন মাহমুদ শাহ। এর আগে তিনি ২০১৯ সালে ব্যাংকটিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বেসরকারি আইএফআইসি ব্যাংক লিমিটেডে প্রোবেশনারি অফিসার হিসেবে যোগদান করেন মামুন মাহমুদ শাহ। তিনি আইসিবি ইসলামী ব্যাংক, জিপিএস ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এবং ন্যাশনাল ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি ইস্টার্ন ব্যাংক, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এএনজেড গ্রিন্দলিজ ব্যাংকে কর্মরত ছিলেন।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান