বিনিয়োগকারীদের হিসেবে জমা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংকের ঘোষিত নগদ লভ্যাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত আর্থিক বছরে এ কোম্পানির ঘোষিত নগদ লভ্যাংশ আজ বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে বিইএফটিএন এর মাধ্যেমে প্রেরণ করা হয়েছে। যেসব বিনিয়োগকারীদের হিসেবের যথাযথ তথ্য জমা দেওয়া হয়নি তাদেরকে আগামী ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে কোম্পানির শেয়ার বিভাগ থেকে লভ্যাংশ সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় কোরিয়ার সার্ভিসের মাধ্যেমে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ঠিকানায় লভ্যাংশ পাঠানো হবে।
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত আর্থিক বছরের জন্য এনসিসি ব্যাংক ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী