নিজস্ব প্রতিবেদক: ইভেন্স গ্রুপেরই অপর এক কোম্পানি এভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ (ঞধশবড়াবৎ) করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভেন্স টেক্সটাইলস লিমিটেড । মঙ্গলবার (১০ মে) অনুষ্ঠিত ইভেন্স টেক্সটাইলসের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, এভিটেক্স ফ্যাশনস একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। কোম্পানি আইন, ১৯৯৪ এর ২২৮ ও ২২৯ ধারার আওতায় অধিগ্রহণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের সম্মতি ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমতিক্রমে আলোচিত সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।
উল্লেখ, ইভেন্স গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইভেন্স টেক্সটাইলস লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান