নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এমএল ডাইংয়ের সাথে এএমজে ন্যারো ফেব্রিক্স প্রাইভেট লিমিটেডের একটি চুক্তি সই হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানি দুইটির মধ্যে গত ১৭ ফেব্রুয়ারি চুক্তি সম্পন্ন হয়েছে। কোলকাতার রাজেন্দ্র পরিষদ স্বরণি, সারাভামংলা ভবনে এই চুক্তি সই হয়।
চুক্তি অনুযায়ী কোম্পানিটি এএমজে ন্যারো ফেব্রিক্সকে ৫০ লাখ পাউন্ড ডাইড ইয়ার্ন রপ্তানি করবে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান