এশিয়ান টাইগার সন্ধানী লাইফ ফান্ডের লভ্যাংশ ঘোষণা

সময়: সোমবার, জুলাই ২৯, ২০১৯ ১০:৫৪:০১ পূর্বাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিকবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা কওে ৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। আর্থাৎ ১০ টাকা ফেস ভ্যালুর প্রতিটি ইউনিটের জন্য ৭৫ পয়সা লভ্যাংশ দেওয়া হবে।

সমাপ্ত আর্থিক বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১টাকা ১ পয়সা। ২০১৯ আর্থিক বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে ইউনিট প্রতি সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৯৫ পয়সা।

বিনিয়োগকারী নির্ধারণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ আগস্ট। ফান্ডটি পরিচালনার দায়িত্ব পালন করছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট ও স্পন্সর সন্ধানী লাইফ ইন্স্যুরন্সে কোম্পানি লিমিটেড।

Share
নিউজটি ৪১৮ বার পড়া হয়েছে ।
Tagged