এস্কয়ার নিটিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন

সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০১৯ ৭:০৩:৩৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এস্কয়ার নিটিং কম্পোজিট লিমিটেটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২৮ জানুয়ারি সকাল ১১টায় ট্রাস্ট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। এর আগে ৩০ জানুয়ারি এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছিল।
কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। গতকাল এর প্রতিটি শেয়ার সর্বশেষ ২৮ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। এর অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৩৪ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৮৩৩টি। ৩০ নভেম্বর ২০১৯ পরিচালকদের কাছে ছিল ৪৬.৯৫ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪০.২০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ছিল ১২.৮৫ শতাংশ শেয়ার।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৫২৮ বার পড়া হয়েছে ।
Tagged