কনফিডেন্স সিমেন্টের পাওয়ার প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত

সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০১৯ ৬:৫৪:০২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড পাওয়ার প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
গত মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কোম্পানির ৩নং ফ্যাক্টরির ইউনিটে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৫ দশমিক ৬ মেগাওয়াট ক্যাপটিভ পাওয়ার প্লান্ট স্থাপন করা হবে। এ পাওয়ার প্লান্ট স্থাপনের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি টাকা।
আজ এর প্রতিটি শেয়ার সর্বশেষ ১০৬ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারদর ৯৮ টাকা ৫০ পয়সা থেকে ১৯৪ টাকা ৬০ পয়সায় ওঠানামা করে। এর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৬৪ কোটি ৭৯ লাখ ১০ হাজার টাকা। বর্তমানে রিজার্ভে রয়েছে ২৭৯ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ৬৬৯টি। ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরে ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ‘এ’ ক্যাটাগরির কনফিডেন্স সিমেন্ট ১৯৯৫ সালে শেয়ারবাজার তালিকাভুক্ত হয়।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৬১২ বার পড়া হয়েছে ।
Tagged